
মঙ্গলবার ০৬ মে ২০২৫
বিভাস ভট্টাচার্য: উচ্ছে ক্ষেতে লুকিয়ে রয়েছে বাঘ। ঘেরার কাজ শুরু করল বন দপ্তর। ক্ষেতের চার ধার দিয়ে জাল দিয়ে আটকানোর কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার বন বিভাগের এক পদস্থ আধিকারিক।
ওই আধিকারিক বলেন, 'বাঘ নদীবাঁধের কাছে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের কাছেই একটি উচ্ছে ক্ষেতের মধ্যে লুকিয়ে রয়েছে। আমরা গোটা ক্ষেত জাল দিয়ে ঘিরে ফেলছি। পরবর্তী পদক্ষেপ আলোচনার মাধ্যমে স্থির করা হবে।'
রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রান) দেবল রায় বলেন, 'বাঘটিকে যাতে প্রয়োজনে ঘুম পাড়ানো যায় সেজন্য বন দপ্তরের তরফে ঘুম পাড়ানি গুলি ও বন্দুক নিয়ে সকালেই ঘটনাস্থলে লোক পৌঁছে গিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাঘটি উচ্ছে ক্ষেতের মধ্যেই লুকিয়ে আছে বলে জেনেছি। ঘটনাস্থলে জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসার ও অন্যান্য আধিকারিক ও কর্মীরা আছেন।'
সুন্দরবনের একেবারেই লাগোয়া জায়গা মৈপীঠ। মাঝেমাঝেই এই এলাকায় জঙ্গল থেকে বাঘ বেরিয়ে ঢুকে পড়ে। ফলে বাঘ নিয়ে সর্বদাই আতঙ্কে থাকেন এই এলাকার লোকজন। সোমবার সকালে বাঘের সঙ্গে বন কর্মীদের লড়াইয়ে আহত হন গণেশ নামে একজন বনকর্মী। বাঘের কবল থেকে তাঁকে উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয় তাঁর সহকর্মীদের। রীতিমতো লড়াই করে সহকর্মীকে উদ্ধার করেন অন্যান্য কর্মীরা। এরপরেই বাঘ ওই এলাকা ছেড়ে জঙ্গলের কাছে একটি উচ্ছে ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও